বগুড়ার শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলায় আ’লীগের চার নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি গোলাম নবী বাদশা (৬০)সহ ৪ জন নেতাকর্মীকে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মির্জাপুরের মরহুম আয়েজ উদ্দিনের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম নবী বাদশা, কুসুম্বি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি, বাগড়া গ্রামের মরহুম এলাহী বক্সের ছেলে সাইফুল ইসলাম (৭৫), সিমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ধনকুন্ডি উত্তরপাড়ার মরহুম হাবিবুর রহমানের ছেলে আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম ও ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিংহের সিমলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম রেজা (৪৬)।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বিকেল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের চান্দাইকোনা বগুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাইয়ুমকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের আরেকটি টিম সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুসুম্বি ইউনিয়নের বাগড়া থেকে সাইফুল ইসলামকে ও রাত পৌনে ১২টার দিকে সিমাবাড়ীর সিংহের সিমলা নিজ বাড়ি থেকে সেলিম রেজাকে গ্রেফতার করে।
আরও পড়ুনআরো জানা যায়, আজ সোমবার (১২ মে) সন্ধ্যাা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর বাজার এলাকা থেকে ওই ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম নবী বাদশাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, হামলা, ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন