জবিতে বাজেট ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের গেটলক কর্মসূচি

জবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো ও আবাসন সংকট নিরসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা গেটলক কর্মসূচি পালন করেছেন।
১২ মে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে এই কর্মসূচি শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতা চালুর দাবি জানিয়ে আসছেন। বারবার অনুরোধ জানালেও প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের দাবি—বর্তমান বাজেট ও অবকাঠামো শিক্ষার মান উন্নয়নের জন্য পর্যাপ্ত নয়। বিশেষ করে আবাসন সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে, যা দ্রুত সমাধান জরুরি।
আরও পড়ুনশিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত, যা আমাদের পড়াশোনায় সরাসরি প্রভাব ফেলে।’ এই কর্মসূচিতে ক্লাস বর্জনের মাধ্যমে প্রশাসনের প্রতি চাপ সৃষ্টি করা হলেও ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা কর্মসূচির আওতামুক্ত ছিল। কর্মসূচির সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কোনো বাস চলাচল করতে পারেনি।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত প্রশাসন আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নেয়, তাহলে পরবর্তী ধাপে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ গেটলকের পাশাপাশি দিনব্যাপী ছাত্র-শিক্ষক গণসংযোগ কর্মসূচিও পালন করা হয়। আন্দোলনকারীরা জানান, আজকের কর্মসূচির ধারাবাহিকতায় ভবিষ্যতে যমুনা ঘেরাও কর্মসূচির মতো আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন