বগুড়ায় ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও টাকাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১১৪০ টাকাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১২ মে) সকাল ১০ টার দিকে ডিবি পুলিশের একটি টিম শহরের হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, হাড্ডিপট্টি এলাকার চিহিৃত মাদক কারবারি একাধিক মাদক মামলার আসামি বেহুলা (২৮) ও আশিক (৩০)।
স্থানিয়রা জানান, তাদের গ্রেফতারের সময় সহযোগী মাদক কারবারিরা ডিবির টিমের ওপর হামলার চেষ্টা করে। সেইসাথে নারী মাদক কারবারি বেহুলা ডিবি সদস্যদের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ডিবি বেহুলা ও আশিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১১ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনডিবি বগুড়ার ইন্সপেক্টর রাকিব জানিয়েছেন, গ্রেফতার বেহুলা ও আশিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ সোমবার (১২ মে) বিকেল তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন