ভিডিও শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

শ্রেষ্ঠ ৩৩টি ক্যান্ট পাবলিক স্কুল কলেজের মধ্যে দেশ সেরা বগুড়া

শ্রেষ্ঠ ৩৩টি ক্যান্ট পাবলিক স্কুল কলেজের মধ্যে দেশ সেরা বগুড়া

স্টাফ রিপোর্টার : দেশের ৩৩টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এছাড়া এবার উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি প্রথম রানাআপ হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগে ২০২২ সালে এবং ২০১৯ সালেও দেশ সেরার খেতাব অর্জন করেছিল প্রতিষ্ঠানটি।

মাধ্যমিক পর্যায়েয় একাডেমিক ও সহপাঠ কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে দেশের ৬২টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে ৩৩টি শ্রেষ্ঠ স্কুল নির্বাচন করা হয়। এর মধ্যে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে।

অপরদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাডেমিক ও সহপাঠ কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে দেশের ২৪টি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এরমধ্যে বগুড়ার প্রতিষ্ঠানটি প্রথম রানাআপ হয়েছে। আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে এসব তথ্য জানিয়েছেন, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মাসুদ রানা।

২০২৪ সালের ক্যান্টনমেন্টভিত্তিক স্কুল ও কলেজের একাডেমিক ফলাফল ও সহপাঠ কার্যক্রমসহ সার্বিক ক্যাটাগরিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আলাদাভাবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করা হয়। মাধ্যমিক পর্যায়ে একাডেমিক ৭০ এবং সহপাঠ ৩০ ধরে মোট ১০০ নম্বরের মধ্যে ৯৪ দশমিক ৫০৫ নম্বর পেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন

৯৩ দশমিক ৫০১ নম্বর পেয়ে মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রথম রানারআপ এবং টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ৯২ দশমিক ৩২২ পেয়ে দ্বিতীয় রানারআপ হয়। একই মানদন্ড ও নম্বরেরভিত্তিতে কলেজ পর্যায়ে ৯৬ দশমিক ৬৪৬ নম্বর পেয়ে ঢাকার আদমজী ক্যান্টমেন্ট কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ৮৭ দশমিক ৭১৮ নম্বর পেয়ে প্রথম রানারআপ এবং ৮৬ দশমিক ৪১৫ নম্বর পেয়ে ঢাকার নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দ্বিতীয় রানার আপ হয়।

কলেজটি দেশের ক্যান্টনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো. মাসুদ রানা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জনের অংশীদার এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল অংশীজন। তাদের সকলের প্রচেষ্টায় এই গৌরব অর্জন করা সম্ভব হয়েছে। বগুড়াবাসীসহ সকলের সহযোগিতায় এই ফলাফল অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই বিশ্বকাপ জিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা’

ঢাকায় ‘বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল

বগুড়ায় তেলের ঘানির ফিতায় জড়িয়ে নারীর মৃত্যু

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজসে পরপর তিনটি ডামি নির্বাচন হয়েছে: আখতার হোসেন 

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল নানা-নাতনির

বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু, আহত ৩