ভিডিও বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

জুলাই বিপ্লবে শহীদের মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ১    

জুলাই বিপ্লবে শহীদের মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ১    

নিউজ ডেস্ক: জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দিন হাওলাদারের মেয়েকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার সন্ধ্যার পর রাস্তা থেকে তুলে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। 
 
পুলিশ ও ধর্ষণের শিকার পবিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সন্ধ্যার পর জেলার দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে শহিদ জসীম উদ্দীনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের ১নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্ত পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি তার পিছু নেয়। রাস্তায় হঠাৎ মুখ চেপে ধরে তাঁকে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় এবং সেখানে সাকিব ও সোহাগ তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় ধর্ষকরা তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ করেন। সরেজমিন পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায় পুলিশ।

আরও পড়ুন

এ বিষয়ে দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

উল্লেখ্য, গত বছর ১৯ জুলাই বেসরকারি উন্নয়ন সংস্থার গাড়ি চালক জসিম উদ্দীন হাওলাদার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর চৌরাস্তায় গুলিবিদ্ধ হন। আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে জসিমের স্ত্রীসহ পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যান। পরে গুলিবিদ্ধ জসিমকে ২১ জুলাই মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। দু’দিন পর সেখানে তাঁর একটা অপারেশন করা হয়। কিন্তু এরপর আর জ্ঞান ফেরেনি জসিমের। পরের দিন ২২ জুলাই জসিমকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং এভাবে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত মৃত্যুর কাছে হেরে যান জসিম। ১ আগস্ট তাঁর মরদেহ পটুয়াখালী জেলার দুমকী উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া নিজ বাড়িতে দাফন করা হয়। এর পর থেকে জসিমের স্ত্রী পার্শবর্তী বাবার বাড়িতেই থাকতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌক্তিক সমাধান জরুরি

সিরাজগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

পাবনার সুজানগরে ৬ হাজার টিউবওয়েল অচল, বিশুদ্ধ পানির সংকট তীব্র

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন লাখ টাকা জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে তিন প্রতারক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা