ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ধামরাইয়ে প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ধামরাইয়ের জালসা এলাকায় এই ঘটনা ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে আবুল কাশেম নিজ বাসা থেকে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে কামরুল হাসান বলেন, ‘বাবা মারা যাওয়ার আগে জলিল, বাছেদসহ কয়েকজন তাঁকে কুপিয়েছে বলে জানান।’

আরও পড়ুন

ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

হত্যার কারণ অনুসন্ধানসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান মনিরুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববি হাজ্জাজকে ‘হত্যাচেষ্টার’ ঘটনায় জামায়াতের নিন্দা 

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

বদরুদ্দীন উমর মারা গেছেন

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবন ও গাড়ি ভাঙচুর

লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক

আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচারণা