ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার

নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

বিনোদন ডেস্ক : সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমন সিদ্ধান্তের কথা জানান বর্ষা। 

তিনি বলেন, ‘হাতে কয়েকটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করব না। এরপর আর সিনেমা করাটাও সুন্দর দেখায় না। কারণ একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এছাড়া আমার বাচ্চারাও বেশ বড় হয়েছে।’

সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা আরও বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে যে অনন্তর কোনো আপত্তি নেই, তাও বোঝা গেল। 

এ সময় অনন্ত জলিল বলেন, ‘এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তাও সে এ কথা বলছে।’

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদলের ইফতার শেষে জাফর আহমেদের নেতৃত্বে ক্যাম্পাস পরিষ্কার

পথশিশু ও গৃহহীনদের জন্য ইফতার নিয়ে জবি হিউম্যান রাইটস সোসাইটি

ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরাম কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় এনসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরের বিরামপুরে ঈদ সামনে রেখে পুলিশি টহল ব্যবস্থা জোরদার

বগুড়ার বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত