ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে জমে উঠেছে ঈদ বাজার

দিনাজপুরের ফুলবাড়ীতে জমে উঠেছে ঈদ বাজার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : আর মাত্র সপ্তাহ দু’এক সপ্তাহ পর ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে নানা বয়সের মানুষের আনন্দের কমতি নেই। সেই আনন্দকে বাড়িয়ে দিতে ধ্বনি গরিব সবার নতুন জামা কাপড়ের বিকল্প নেই। বছরের অন্য সময়ে কেনাকাটার তেমন বালাই না থাকলেও ঈদে কেনাকাটা চাই চাই। ব্যবসায়ীরাও সারা বছর অপেক্ষা করেন ঈদের বেচাকেনার জন্য। এর আগে করোনা মহামারী ও রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায় ভাটা গেলেও এবার পুরোপুরি জমে উঠেছে ঈদের বাজার।

সরেজমিনে ফুলবাড়ী বাজারে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন এলাকার নানা বয়সি মানুষ পৌর শহরের বিপনি বিতানগুলোতে ভিড় করছে। বাজারে ঢুকতেই প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। বাজারের সরু পথে ভ্যান-রিকশা আর মোটরসাইকেল এ ভিড়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

দেখা যায়, থান কাপড়ের দোকানে কিছুটা কম হলেও তৈরি পোশাকের প্রতিটি দোকানে উপচে পড়া ভিড়। কেউ কাপড় পছন্দ করছেন, কেউ কাপড়ের ডিজাইন কালার সুতা নেড়েচেড়ে দেখছেন। দোকানদাররা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন ক্রেতার মন জয় করতে।

এজন্য কাপড় দেখানোর পাশাপাশি কাপড়ের বিভিন্ন বৈশিষ্ট্য, গুণাগুণ এমনকি মুখরোচক গল্পও প্রচার করছেন। এভাবে কাপড় পছন্দ হলে তারপর শুরু হচ্ছে দর দামের পর্ব। এ যেন হার জিতের এক অঘোষিত যুদ্ধ। ফুলবাড়ী বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য গামার গলি ও ভূমি অফিস রোড বেশ জনপ্রিয়। এখানে স্বল্পমূল্যে কাপড় পাওয়া যায় তাই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

আঞ্জমান আরা নামে এক মহিলা ক্রেতা বলেন, কাপড়ের দাম স্বাভাবিক আছে। বিকেলে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকি তাই সকালে কেনাকাটা করা আমাদের কাছে উপযুক্ত সময়। বিক্রেতারা বলছেন, অন্যান্য বছর ভারতীয় পোশাকের আধিপত্য থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ আলাদা। এবার দেশি পোশাকের মধ্যে বাচ্চাদের ফার্সি, জেমি চু, গাউন, নায়রা ইত্যাদি রয়েছে পছন্দের শীর্ষে।

এছাড়া ফার্সি ফ্রক বেশি বিক্রি হচ্ছে। জেন্টস এন্ড বেবি ফ্যাশনের স্বত্ত্বাধিকারী জানান, প্রতিটি পরিবারের বাবা মা নিজের পোশাক না কিনলেও বাচ্চাদের পোশাক আগে কেনে। তাই বাচ্চাদের পোশাকের চাহিদা বেশি।  পৌর বাজারের মোহনা গার্মেন্টস, চমক ফ্যাশন, লাবন্য পাঞ্জাবী হাউজ, উমাইজা ফ্যাশন, কেয়া ফ্যাশনসহ প্রায় সব দোকানে ক্রেতার আধিক্য দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা মহিলা দলের নেত্রী মিলুর খোঁজ নিলেন সাবেক এমপি মোশারফ

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা হত্যার ঘটনায় ৩ নারী গ্রেফতার 

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় অংশ নেন দুইজন

বগুড়ার আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ, পাঁচ দিন পর মায়ের মামলা

নাটোরের বড়াইগ্রামে মৎস্য অভয়ারণ্য থেকে ৩টি শ্যালো মেশিন জব্দ আটক ১

রংপুরে দুই বছরের মধ্যে এবার এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে