পাবনার ভাঙ্গুড়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা অর্থদন্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় নিত্যপণ্যের বাজার মনিটরিং জোর তৎপরতা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দিনভর উপজেলা সদরে শরৎনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ টি দোকানে ২০ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী।
এসময় সাথে ছিলেন বিএসটিআই পাবনার পরিদর্শক শহিদুল ইসলাম। রমজান মাসে নিত্যপণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখাসহ কৃত্রিম সংকট ঠেকাতে চাল, তেল, মসলা, আলু, পেঁয়াজ, তরমুজ, ফল, সেমাই ও ইফতার সামগ্রীর দোকানে নজরদারি করছে প্রশাসন।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর সদরের শরৎনগর বাজারে অভিযান চালানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড করা হয়েছে। এছাড়া পণ্যের মোড়কে বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্যের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার।
মন্তব্য করুন