ভিডিও শনিবার, ২২ মার্চ ২০২৫

জবিতে ছাত্রদলের সাবেক বর্তমানের সমন্বিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের জবি শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল , ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকসহ প্রায় সহস্রাধিক অংশগ্রহণকারী। অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষ থেকে জুলাই আন্দোলন আহত ও শহীদ পরিবারকে ইদ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন- "আমাদের এই সময়, যে সময়ে আমরা অবস্থান করছি। অত্যন্ত  ক্রান্তিকালে অবস্থান করছি। এই সময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

তিনি আরও বলেন "ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে আরেকটি আন্দোলনের দরকার হতে পারে। বিকজ আমরা দেখতে পাচ্ছি একটি অশনি সংকেত ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা যে জন্য আন্দোলন করেছিলাম জনগণের ভোটাধিকার। সেই সুষ্ঠু নির্বাচন বানচালের জন্য একটি চক্র তৎপর রয়েছে। সুতরাং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। "

আরও পড়ুন

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির ইসলাম নাসির  বলেন, “আমরা বিশ্বাস করি গত সাড়ে ১৫ বছর ধরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমান অংশীদার হয়েছেন এবং আমরা বিশ্বাস করি আগামীতে জাতীয়তাবাদী ছাত্রদলের যে ইউনিট আসবে যে কোন নেতৃত্বে, কেন্দ্রীয় সংসদসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন এখানে কোন ধরনের কোন বৈষম্য অতিতেও ছিল না ভবিষ্যতেও থাকবে না ।”

কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার কিন্তু আমরা কখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস ভুলে যাই না। সকল ক্ষেত্রে মূল্যায়ন করি এবং যখন বাংলাদেশ কোন সংকটে উপনীত হয় তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অগ্রণী  ভূমিকা পালন করে। গত জুলাই আগস্ট আন্দোলনে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভূমিকা ছিল অপরিসীম।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ বগুড়ার শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠিত

শরীয়তপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

লালমনিরহাট সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম সমাপ্ত

ভক্তের শখ পূরণ করলেন শ্রেয়া ঘোষাল, গেলেন ডিনার ডেটে!

নওগাঁয় টিসিবি’র পণ্য নিতে মধ্যরাত থেকে লাইনে ক্রেতারা