ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

নওগাঁয় টিসিবি’র পণ্য নিতে মধ্যরাত থেকে লাইনে ক্রেতারা

নওগাঁয় টিসিবি’র পণ্য নিতে মধ্যরাত থেকে লাইনে ক্রেতারা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় টিসিবির পণ্য নিতে মধ্যরাত রাত থেকে লাইনে দাঁড়িয়ে এবং প্রচন্ড রোদকে উপেক্ষা করে ভ্রাম্যমাণ ট্রাকের অপেক্ষায় থাকছে সাধারণ মানুষ। শহরের চকমুক্তার এলাকার বাসিন্দা মোছা: ফারজানা জানান তিনি টিসিবির পণ্য নিতে বুধবার দিনগত রাত ৩টার দিকে এসে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সিরিয়াল দিয়ে বসেছিলেন।

অনেকে আবার সেহরির খাবার সঙ্গে এনে রাত ১টার দিকে লাইনে সিরিয়াল দিয়ে বসে ছিলেন। প্রতিদিন ৪শ’ জন পাবেন টিসিবি’র এই পণ্য। তবে প্রতিদিন আবার অনেক পরিবারের একাধিক সদস্যদের দিয়ে টিসিবি’র পণ্য ক্রয় করছেন। ফলে অনেক পাওয়ার যোগ্য মানুষরা এ পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন জানান পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষদের কাছে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌছে দিতে সরকার দেশের ৬৪টি জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে।

সেই সিদ্ধান্ত অনুসারে নওগাঁতেও জেলা প্রশাসকের সার্বিক দিক নির্দেশনায় ও সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত ৫মার্চ থেকে নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ২৮ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ২১

কুষ্টিয়ায় পল্লিচিকিৎসক হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী জহুরুল ১৫ দিনেও উদ্ধার হয়নি

ঢাকায় হবে ঈদ মিছিল, বসবে মেলা : আসিফ মাহমুদ

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ন্যাশনাল ক্রিকেটে আঞ্চলিক চ্যাম্পিয়ন বগুড়া জেলা দলকে সংবর্ধনা