ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

গৃহযুদ্ধের মুখে ইসরায়েল

গৃহযুদ্ধের মুখে ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বহিস্কার করা নিয়ে দখলদার ইসরায়েলের মধ্যে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শিন বেতের প্রধানকে গতকাল বৃহস্পতিবার মন্ত্রীসভার মাধ্যমে বহিষ্কার করে। তবে ইসরায়েলের হাইকোর্ট আগামী ৮ এপ্রিল পর্যন্ত এই বহিষ্কারাদেশ স্থগিত করেছে। তা সত্ত্বেও নেতানিয়াহু জোরপূর্বক এটি কার্যকরের চেষ্টা চালাচ্ছে।

এমন সময় দখলদার ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিসতাদ্রুতের প্রধান আরমোন বার-ডেভিড হুমকি দিয়েছে, যদি নেতানিয়াহুর সরকার আদালতের আদেশ অমান্য করে এটি কার্যকর করে তাহলে সে ‘বসে’ থাকবেন না। মূলত ইসরায়েলজুড়ে ধর্মঘটের ইঙ্গিত দিয়েছে আরমোন। সে বলেন, ‘আমি আশা করি ইসরায়েলি সরকার আদালতের প্রত্যেকটি নির্দেশ মানবে। যেমনটা সরকার তার নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করে। হিসতাদ্রুত, অন্যান্য সংগঠন এবং ইসরায়েল আইনের (দেশ)। সরকার আইনের উর্ধ্বে নয়।’ সে আরও বলে, ‘আমরা সরকারের পৃষ্ঠপোষকতায় নৈরাজ্যে পতিত হওয়ার দ্বারপ্রান্তে আছি। আমি ইসরায়েলি সমাজ ধ্বংস হতে দেব না। ইসরায়েলি সরকার আদালতের নির্দেশ মানতে চায় না, এটি অগ্রহণযোগ্য।’ নেতানিয়াহুর প্রতি হুঁশিয়ারি দিয়ে শ্রমিক ইউনিয়নের এ নেতা বলেছে, সরকার যেন সীমা অতিক্রম না করে।

এরআগে ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাক বলে, শিন বেতের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলকে বহিস্কারের মাধ্যমে নেতানিয়াহুর সরকার ইসরায়েলে গৃহযুদ্ধ ডেকে আনছে। তার এ মন্তব্যের পর যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু আজ শুক্রবার (২১ মার্চ) একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে সে বলেছে, কোনো গৃহযুদ্ধ বাধবে না। ইসরায়েল হলো আইন ও শাসনের (দেশ)। আর ইসরায়েলি সরকারই সিদ্ধান্ত নেয় শিন বেতের প্রধান কে হবে।’

আরও পড়ুন

এদিকে শিন বেতের প্রধানকে বহিস্কার করা নিয়ে সাধারণ ইসরায়েলিরা ব্যাপক বিক্ষোভ করছে। তারা বলছে, নেতানিয়াহু স্বৈরশাসকে পরিণত হয়েছে। এ কারণে বিরোধী মতের রোনেন বারকে সে বহিস্কার করছে। যেন কেউ তার কাজে বাধা না দিতে পারে। সূত্র : টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ঈদেও নেই রংপুবাসীর জন্য বিশেষ ট্রেন

ঈদে নাটকে ও নাচে দেখা যাবে শখ’কে

টাঙ্গাইলে বাসচাপায় শিশুসহ নিহত ২

সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ২১

কুষ্টিয়ায় পল্লিচিকিৎসক হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী জহুরুল ১৫ দিনেও উদ্ধার হয়নি