ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

এবার ঈদেও নেই রংপুবাসীর জন্য বিশেষ ট্রেন

এবার ঈদেও নেই রংপুবাসীর জন্য বিশেষ ট্রেন

রংপুর জেলা প্রতিনিধি : আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীসেবার জন্য ১০ জোড়া অর্থাৎ ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। তবে এবারও রংপুরের মানুষ বিশেষ ট্রেনের সুবিধা পাচ্ছে না। তাই বিভাগীয় জেলার মানুষের ভরসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন, যার টিকিট পাওয়া সোনার হরিণের চেয়ে দামি। ইতোমধ্যে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। আজ ২৪ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করবে।

ঈদের জন্য বিশেষ ট্রেনগুলো চলাচল করবে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম থেকে চাঁদপুর, ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, গাজীপুরের জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত। সেই সাথে পার্বতীপুর-দিনাজপুর রুটে এবং ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে গোর-এ-শহিদ ঈদ স্পেশাল ট্রেন দুই জোড়া চলবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ের লালমনিরহাট ডিভিশন থেকে রংপুর, লালমনি, বুড়িমারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, একতা, দ্রুতযান, দোলনচাঁপা, করতোয়া ও বাংলাবন্ধা এক্সপ্রেস ঢাকায় চলাচল করে। প্রতিদিন এসব ট্রেনে ৯ থেকে ১০ হাজার যাত্রী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। যাত্রীর তুলনায় যা অপ্রতুল। যার কারণে এসব ট্রেনের যাতায়াতে টিকিট পাওয়া যায় না খুব সহজে। বিগত দিনের মতো এবারও রংপুরকে বঞ্চিত করা হয়েছে বিশেষ ট্রেনের বরাদ্দের ক্ষেত্রে।

রংপুর থেকে ট্রেনে যাতায়াতকারী যাত্রী শাহানশাহ ওয়াসি জানান, বরাবরই রংপুরের মানুষ অবহেলিত ও বঞ্চিত। সেই ধারাবাহিকতায় কয়েক বছর থেকে ঈদের সময় ট্রেনের যাতায়াত থেকেও বঞ্চিত হচ্ছে। ঈদে সড়ক পথে প্রচুর চাপ থাকায় অতিরিক্ত সময় লাগার কারণে মানুষ ট্রেনে চলাচল করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এ ক্ষেত্রে বিশেষ ট্রেনের বিষয়ে রংপুরকে বারবার বঞ্চিত করা হচ্ছে যা সত্যিই দু:খজনক।

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ডা. জামিল জানান, বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে। রংপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলি বলেন, যাত্রীর চাপ কমাতে ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ।

সেখানে রংপুরের জন্য কোন বিশেষ ট্রেনের ব্যবস্থা নেই। তবে রংপুরের জন্য বিশেষ ট্রেনের কোনো ব্যবস্থা না থাকলেও রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরের ওপর দিয়ে চলাচল করে। এছাড়া পার্বতীপুর ও কাউনিয়া হয়ে কয়েকটি ট্রেন ঢাকায় যাতায়াত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণা জেলা আওয়ামী লীগ নেতা টুকু গ্রেপ্তার

কুড়িগ্রামে বালুর গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার

গণহত্যা চালিয়েও শেখ হাসিনার কোন অনুশোচনা নেই : রংপুরে রিজভী

নীলফামারীর সৈয়দপুরে ৮টি  ইটভাটা মালিকের ৩৬ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে কাভার্ডভ্যানচাপায় নিহত ২

অধ্যাপক ড. আফসানা পারভীন জাতিসংঘের প্রথম ডেল্টা সামিটে অংশগ্রহণ