ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যুতে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

সিরাজগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যুতে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনার চার দিন পর গত শনিবার নিহত কবির হোসেনের বড় ভাই হযরত আলী হাফিজ বাদি হয়ে মামলাটি করেন বলে জানান এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল।

মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত পরিচয় ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জু শিকদার, একই কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, একই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কালাম শিকদার, থানা যুবদলের আহ্বায়ক ফারুক শিকদার, থানা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ শিকদার, থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জাবেদ আলী।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় এনায়েতপুর উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার আয়োজন করা হয়। সেখানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

গত বুধবার রাত ৮ টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেনের মৃত্যু হয়। ২৮ বছর বয়সি কবির চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গত বুধবার রাতে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্য সচিব মঞ্জু শিকদারের সব পদ স্থগিত করেছে জেলা কমিটি। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

বাংলাদেশ-ভারত মহারণ আজ, কখন-কোথায় দেখবেন?

আব্দুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় এনসিপি’র নিন্দা

ট্রাম্পের গোপন যুদ্ধ পরিকল্পনার তথ্য ফাঁস

এখন অনেকটাই শঙ্কামুক্ত তামিম

স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা