কুড়িগ্রামের নাগেশ্বরীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ। আজ রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে কেবি সড়কে দাড়িয়ে তারা এ মানববন্ধন করে।
এতে অংশ নেয় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এ কর্মরত উপজেলার সকল মসজিদ ও মডেল মসজিদের ইমাম, কর্মরত শিক্ষক-কর্মচারী, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকারগণ।
বক্তব্য রাখেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষক আইয়ুব আলী, আবু বকর সিদ্দিক, আলতাফ হোসেন, ইসমাইল হোসেন, মর্জিনা বেগম, মোসলেমা খাতুন, মমিনা বেগম প্রমুখ। তারা মাহে রমজানের মধ্যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮ম পর্যায় পাশ, বেতন বৃদ্ধি, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া-বেতন পরিশোধ, আউট সোর্সিং পদ্ধতিতে না নিয়ে প্রকল্প স্থায়ীকরণ, শিক্ষক-শিক্ষিকাদের কেন্দ্র স্থানান্তরের সুযোগ, শিক্ষা তহবিল গঠন করে শিক্ষকদের অসুস্থ, অবসর, মৃত্যুবরণ করলে এককালীন অর্থ প্রদানের দাবি জানান।
আরও পড়ুনমন্তব্য করুন