নাটোরের লালপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বাক ও শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহীম হোসেন (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার বিকেলে উপজেলার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুুক্ত ইব্রাহিম হোসেন ওই এলাকার মৃত ইতিম আলীর ছেলে।
পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে বাক ও শারীরিক প্রতিবন্ধী ওই নারী বাড়িতে একা থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ইব্রাহিম হোসেন। পরে বিষয়টি ভুক্তোভোগী নারীর মা বুঝতে পেরে থানায় মামলা করেন।
আরও পড়ুনলালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রোববার রাতেই ওই নারীর মা বাদি হয়ে লালপুর থানায় মামলা করেছেন। নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) তার মেডিকেল টেস্ট করানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন