ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বিএনপি ইসলামের পক্ষে কিন্তু বেহেস্তের টিকিট বিক্রি করে না - ওবায়দুর রহমান চন্দন

বিএনপি ইসলামের পক্ষে কিন্তু বেহেস্তের টিকিট বিক্রি করে না - ওবায়দুর রহমান চন্দন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি ইসলামের পক্ষে কিন্তু বেহেস্তের টিকিট বিক্রি করে না। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতে গিয়ে ৫০ হাজার মামলা মাথায় নিয়ে বিএনপি রাজপথে ছিল। বিগত ১৭ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে  লড়াই-সংগ্রাম করেছে বলেই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তিনি বলেন, বিএনপি সাধারণ, মেহনতি ও খেটে খাওয়া মানুষের দল।

মানুষের কল্যাণে সব সময় এ দল কাজ করছে। দেশের জনগণ বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারকে হৃদয়ের ধারণ করে রেখেছে, তাই আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেবার  জন্য অপেক্ষা করছেন। আজ রোববার (২৩ মার্চ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে দাড়িদহ মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আরও পড়ুন

ইউনিয়ন বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, আফসার আলী, জহুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ। পরে জিয়া পরিবারসহ দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩৫ গাড়ির বহর নিয়ে তাসনিম জারার প্রশ্নের জবাব দিলেন সারজিস আলম

যমুনা সেতু একদিনে টোল আদায় দুই কোটি ২৬ লাখ টাকা

রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি স্বাধীন গ্রেফতার

পলাতক শক্তি আমাদের ঐক্য ভাঙতে চায়: প্রধান উপদেষ্টা

বগুড়ার আদমদীঘিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে আপন গ্রেফতার

আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার