ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

গুরুতর অসুস্থ তামিম লাইফ সাপোর্টে 

গুরুতর অসুস্থ তামিম লাইফ সাপোর্টে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মোহামেডানের হয়ে ডিপিএল’র ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার।

প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত বিকেএসপি’র পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল। এদিকে, তামিম ইকবালের সবশেষ অবস্থা সম্পর্কে ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল গণমাধ্যমকে জানান, বর্তমানে সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। 

আরও পড়ুন

প্রসঙ্গত, ডিপিএল’র ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জানা গেছে, টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। টস চলাকালেও বেশ অসুস্থই দেখাচ্ছিল তামিম ইকবালকে।  এদিকে, তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দল নিবন্ধনের কাজ চলতি মাসেই শেষ করতে চায় ইসি

ডাকসু নির্বাচন সফলতার প্রত্যাশা আসিফ মাহমুদের

ভোটকেন্দ্রে ভুয়া বুথ বসানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল 

ডাকসু নির্বাচন: শারীরিক শিক্ষা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা