ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

গাজায় আল-জাজিরারসহ আরও দুই সাংবাদিককে হত্যা

গাজায় আল-জাজিরারসহ আরও দুই সাংবাদিককে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় পৃথক ইসরায়েলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে একজন আল-জাজিরার সাংবাদিক। প্রত্যক্ষদর্শী ও প্রতিনিধিদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সোমবার উত্তর গাজায় আ-লজাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়ি লক্ষ্যবস্তু করে আঘাত হানে ইসরায়েলি সেনারা। মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে আল-জাজিরার আরেক সাংবাদিক তারেক আবু আযজুম বলেন, ২৩ বছর বয়সী শাবাত এর আগেও আরেকটি ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। কিন্তু তিনি গাজায় সংবাদ প্রতিবেদন চালিয়ে যাওয়ার উপর জোর দেন। তিনি কোনোভাবে ফিল্ড থেকে সরতে রাজি হননি। ফলে আহতাবস্থাতেই সংবাদ সংগ্রহ চালিয়ে যাচ্ছিলেন।

আবু আযজুম বলেন, কোনো পূর্ব সতর্কীকরণ ছাড়াই ইসরায়েলি সেনাবাহিনী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এর আগে একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডে-তে কর্মরত সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন। আবু আযজুম বলেন, মনসুর তার বাড়িতে স্ত্রী এবং ছেলের সাথে ছিলেন। সেখানে হামলা করে তাকে হত্যা করা হয়। এ আক্রমণটিও কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করা হয়েছিল।

আরও পড়ুন

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই দুই সাংবাদিকের হত্যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা ২০৮ জনে দাঁড়িয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত, আহত ২৯ 

দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতার সম্ভাবনা: প্রেস সচিব

র‌্যাব-১৩’র অভিযানে রংপুরে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা