ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

পাথরঘাটায় ৩৪ কেজির ভোল মাছ সাড়ে তিন লাখে বিক্রি 

পাথরঘাটায় ৩৪ কেজির ভোল মাছ সাড়ে তিন লাখে বিক্রি 

নিউজ ডেস্ক: দেশের বৃহত্তর পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আলম মিয়ার আড়তে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া ৩৪ কেজি ওজনের ভোল মাছটি সাড়ে তিন লাখ টাকায় কিনে নেন পাইকারি ব্যবসায়ী হানিফ মিয়া।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে  মাছটি বিক্রি হয়।  

রবিবার (২৩ মার্চ) পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাইফ-২ ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।  

এফবি সাইফ-২ ট্রলারের মাঝি জামাল জানান, গত বৃহস্পতিবার (২০ মার্চ) ট্রলারে বাজার সদাই করে ১৫ জন জেলে নিয়ে মাছ শিকারের জন্য সাগরে যান। সাগরে গিয়ে প্রথমে দু-তিন দিন জাল ফেললে দু-একটি ছোট ও মাঝারি আকৃতির বিভিন্ন মাছ পেলেও বড় মাছের দেখা মেলেনি। রবিবার (২৩ মার্চ) পুনরায় সাগরে জাল ফেললে ৩৪ কেজি ওজনের ভোল মাছটি ধরা পড়ে।

আরও পড়ুন


আড়তদার আলম মিয়া জানান, ট্রলারটি ৫ দিন সাগরে অবস্থান করার পর আজ মঙ্গলবার (২৫ মাচ) পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে আসে। এখানে আসার পর মাছ বিক্রি জন্য তার আড়তে উঠায়। সেখানে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ছিল। খোলা ডাকে হানিফ মিয়া ৩৪ কেজি ওজনের ভোল মাছটি সাড়ে তিন লাখ টাকায় কিনে নেন।


হানিফ মিয়া জানান, চট্টগ্রামে এই মাছের চাহিদা বেশি। তাই কিনেছেন। তিনি সেখানে নিয়ে মাছটি বিক্রি করবেন।  

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, ভোল মাছ বিদেশে রপ্তানি হয়ে থাকে। যার কারণে এ মাছের দাম ও চাহিদা খুব বেশি। আর বিদেশে এ মাছের উপকরণ দিয়ে সার্জিক্যাল অপারেশনের সুতা, প্রসাধনী ও ওষুধ তৈরি করা হয়। এই মাছের চাহিদা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ অনেক দেশে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন