ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

সাংবাদিক তুহিন হত্যাকান্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত - কালাম আজাদ

সাংবাদিক তুহিন হত্যাকান্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত - কালাম আজাদ। ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেছেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড শুধু ব্যক্তিগত নয়,এটি বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমের কণ্ঠস্বরের ওপর আঘাত। গাজীপুরের একটি জনবহুল এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সেইসাথে এই হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। হত্যাকান্ডের পর থেকেই বিচারের দাবিতে সারাদেশে সাংবাদিকরা রাজপথে সভা, সমাবেশ ও মানববন্ধন করছে। তিনি আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের বিষয়ে বতর্মান সরকারকে আমরা ১৫ দিন সময় দিয়েছি। এর মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার আইনে খুনিদের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে। ইতিপূর্বে যে সকল সাংবাদিক হত্যাকান্ডের শিকার হয়েছেন তাদের বিচার বাংলাদেশের মাটিতে হয়নি।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে গতকাল বুধবার দুপুরে শাজাহানপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার মাঝিড়া বন্দরে বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান।

আরও পড়ুন

সানোয়ার হোসেনের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও অংশ নেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, খন্দকার আতিকুর রহমান, শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান তারা, নজরুল ইসলাম  মিলন, সাংবাদিক মেজবাউল আলম, আরিফুর রহমান মিঠু, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, মাঝিড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, ব্যবসায়ী আব্দুল জব্বার, সাংবাদিক শাহিন আলম, সুচন্দন সরকার, শাহীন আলম, মনজুরুল ইসলাম রিপন, রমজান আলী রঞ্জু, রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, নাজিরুল ইসলাম, খাজা রতন, শাহ আলম, জাকারিয়া আলম, মুক্তা সরকার, শিবলু রহমান, এস.এ সবুজ, আব্দুল কাইয়ুমসহ শাহজাহানপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ফেন্সিডিল উদ্ধারসহ ৫ জন  মাদকব্যবসায়ী গ্রেফতার

ডাকসুর ভোটার তালিকা অনলাইনে, নারী শিক্ষার্থীদের নিয়ে বাড়ছে সাইবার বুলিংয়ের ঝুঁকি

নওগাঁর আত্রাইয়ে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ