মহান স্বাধীনতা দিবসে
বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ডিসি-এসপির সালাম গ্রহণ ও কুচকাওয়াজ
_original_1743007043.jpg)
স্টাফ রিপোর্টার: বগুড়ায় যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। প্রত্যুষে বগুড়া জিলা স্কুলে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে মুক্তির ফুলবাড়িতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করে। সকাল ৯ টায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জেলা প্রশাসক হোসনা আফরোজা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজের উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেদান আল মুসা প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, বিএনসিসি,আনসার সদস্যরা কুচকাওয়াজে অংশ নেয় এবং সালাম প্রদর্শন করে।
এই অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন পর্ব শেষে উপস্থিত বিভিন্ন স্কুলের শিশু-কিশোর জাতীয় সংগীত পরিবেশন করে।
দিনটি উপলক্ষে জেলা পরিষদে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর বিভিন্ন মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। দেশের শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। দিনটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র শিশুদিবাযত্ন কেন্দ্রসহ বিভিন্নকেন্দ্র উন্নত মানের ইফতার পরিবেশন করা হয়। এছাড়াও সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত ওয়ান্ডারল্যান্ড পার্ক, এডওয়ার্ড পৌর পার্ক শিববাটি শিমু পার্ক, মমইন বিনোদন পার্ক এবং মহাস্থান প্রত্নতাত্বিক জাদুঘর উন্মুক্ত রাখা হয়।
আরও পড়ুনশহীদ চাঁন্দু স্টেডিয়ামে কুচকাওয়াজে বালিকাদের গ্রুপে প্রথম হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে সরকারি শিশু পরিবার এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গালর্স ইন স্কাউট দল তৃতীয় হয়েছে। বালকদের গ্রুপে পুলিশ লাইন্স রেডক্রিসেন্ট দল প্রথম, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের স্কাউট দল দ্বিতীয় এবং বগুড়া জিলা স্কুল তৃতীয় হয়েছে। কলেজ পর্যায়ে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট দল প্রথম, সরকারি শাহ সুলতান কলেজ শাখা দ্বিতীয় এবং সরকারি আজিজুল হক কলেজ শাখা তৃতীয় স্থান লাভ করেছে।
মন্তব্য করুন