ভিডিও মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

ভারতীয় নাগরিকদের হামলার শিকার বাংলাদেশি যুবক, বিজিবি’র প্রতিবাদ

ভারতীয় নাগরিকদের হামলার শিকার বাংলাদেশি যুবক, বিজিবি’র প্রতিবাদ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিকদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশি এক যুবক। এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি বিএসএফকে কড়া প্রতিবাদ জানায় বিজিবি।

আজ শনিবার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকার মালদা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি। আহত মাদব চন্দ্র (৩৯) উপজেলার লোহাকুচি গ্রামের প্রয়াত মদন মোহনের ছেলে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদব চন্দ্র বাঁশ দিয়ে তৈরি বিশেষ এক ধরনের মাছ ধরার ফাঁদ (টেপাই) মালদা নদীতে স্থাপন করেন। এর আগেও ভারতীয় কিছু নাগরিক তার ফাঁদ থেকে মাছ চুরি করে নিয়ে যায়। সকালে মাদব চন্দ্র মাছ ধরতে গিয়ে দেখেন, কয়েকজন ভারতীয় নাগরিক তার ফাঁদ থেকে মাছ চুরি করছেন। প্রতিবাদ করলে, তারা সংঘবদ্ধ হয়ে মাদব চন্দ্রকে বেধড়ক মারধর করেন।

আরও পড়ুন

এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনাটি দেখে স্থানীয়রা মাদব চন্দ্রের পরিবারকে জানালে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর সীমান্ত এলাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
লেফটেন্যান্ট কর্নেল মেহেদি বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

পরে এ ঘটনায় বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি তাদের নাগরিকদের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছি। এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বিজিবি’র এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় ঈদগাহে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৯

ড. ইউনূসকে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়