ময়মনসিংহে ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর ঈশ্বরদিয়া গ্রাম থেকে ভুট্টাক্ষেত থেকে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।
তিনি বলেন, কে বা কারা একদিন বয়সী ওই মরদেহটি ভুট্টাক্ষেতে ফেলে রেখে যান। দুপুর ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহটি ওই এলাকাতে দাফন করা হয়।
ওসি আরও বলেন, রাতের আঁধারে কিংবা ভোরে নবজাতকের মরদেহ ভুট্টাক্ষেতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন