ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

নাটোরে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

নাটোরে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত, ছবি : দৈনিক করতোয়া

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬) ও চালক অজ্ঞাত পরিচয় (২৮)। নিহতরা হলেন- মো. শাহারিয়ার শাকিল (৩৫) ও সুমাইরা খাতুন (০২)। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহারিয়ার শাকিল ও সুমাইরা খাতুন এবং আহত আয়শা আক্তার রুনী বগুড়ার শাজাহানপুর উপজেলার কইতলা এলাকার বাসিন্দা। আর আহত প্রাইভেটকার চালক যশোর জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে শাহারিয়ার শাকিল তার স্ত্রী সন্তান নিয়ে যশোর থেকে একটি ভাড়ায় চালিত প্রাইভেট কারে নিজ বাড়ি বগুড়া জেলায় ফিরছিলেন। পথে লালপুর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান গোধড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ অবস্থায় সড়কের পাশে একটি গাছের সাথে প্রাইভেটকারটি ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর জখম হন ওই প্রাইভেট কারে থাকা চালকসহ ৪ জন। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বনপাড়া বেসরকারি পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। নিহত শাহারিয়ার শাকিলের স্ত্রী আহত আয়শা আক্তার রুনী পাটোয়ারী হাসপাতালে এবং আহত প্রাইভেটকার চালককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আয়শা আক্তার রুনীকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি জুলাই মাসেও চালু হচ্ছে না জবি'র ফুডকোর্ট

জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে