ভিডিও সোমবার, ৩১ মার্চ ২০২৫

ঈদ কেনাকাটা জমজমাট সুন্দরগঞ্জে দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়

ঈদ কেনাকাটা জমজমাট সুন্দরগঞ্জে দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : মাহে রমজানের পর ঈদুল ফিতরের ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে ঈদ বাজার, দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। গাইবান্ধার সুন্দরগঞ্জে ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সব বয়সের নারী-পুরুষকে এখন ভিড় জমাতে দেখা গেছে, উপজেলা শহরের বিভিন্ন অভিজাত মার্কেট এবং ফুটপাতগুলোতে।

এবার ঈদে কেনাকাটায় দাম একটু চড়া হলেও সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতা-বিক্রেতা সবাই। ধনী হোক কিংবা গরিব সবাই এখন ঈদমুখী। ঈদে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে কেনাকাটায় ব্যস্ত জেলার ধনী গরিব সবাই। ঈদকে রঙিন করে তোলার জন্য বিশেষ করে রেডিমেট কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে পা ফেলার জায়গা নেই। সকাল ৯টা হতে রাত ১১ টা পর্যন্ত চলছে ঈদ কেনাকাটা। মার্কেটে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্য তুলনামূলকভাবে অনেক বেশি।

খোঁজ নিয়ে জানা যায়, পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকানগুলোতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। উপজেলা শহরের বৈশাখী ফ্যাশান, জুঁই ফ্যাশান, ভাই ভাই ফ্যাশান, মাছরাঙ্গা বস্ত্রালয়, সুজন বস্ত্রালয় ও তিন ভাই বস্ত্রালয়ে ঘুরে দেখা যায় ক্রেতাদের ভিড়ে পা ফেলার জায়গা নেই। প্রতিটি পণ্যের দাম তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

কাপড়ের পাশাপাশি জুতা, কসমেটিক, টুপির দোকানেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মত। এদিকে ফুটপাতের দোকানগুলোতে নিম্ন্ন আয়ের পরিবারের সদস্যদের কেনাকাটা করতে দেখা গেছে। ঈদ কেনাকাটা সরগরম হয়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানসমূহ। যানজট নিরসন ও নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশি টহল জোরদারের দাবি ব্যবসায়ী ও ক্রেতাদের।

থানা অফিসার ইনচার্জ সরকার আব্দুল হাকিম আজাদ জানান, পুলিশি টহল অব্যাহত রয়েছে। টহল আরও জোরদার করা হবে। তিনি দোকান মালিক সমিতির নেতাদের পাহারা জোরদারসহ সিসি ক্যামেরা বাড়ানোর পরার্মশ প্রদান করেন। উপজেলা নিবাহী অফিসার রাজ কুমার বিশ্বাস জানান, ব্যবসায়ী এবং ক্রেতাদের ঈদ কেনাকাটায় যাতে করে কোন প্রকার সমস্যা না হয়, সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনের জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা ও দোয়া

১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি : মির্জা ফখরুল

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জামালপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

যশোর সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

বিয়ের পর প্রথম ঈদ, কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব