দিনাজপুরের কাহরোলে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে সড়ক দুর্ঘটনায় এক ট্র্রাফিক পুলিশ নিহত হয়েছে। দিনাজপুরের কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন জানান, গত বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা পৌনে ৬ টায় দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শামীম এন্টারপ্রাইজের ধাক্কায় আব্দুল করিম (৫০) নামে এক ট্রাফিক পুলিশ (টিএসআই) নিহত হন।
দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দশ মাইল নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাফিক পুলিশের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী গ্রামে।
আরও পড়ুনতার বাবার নাম মৃত আব্দুল গফুর। পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। যাত্রীবাহী বাসটি বীরগঞ্জ থানায় আটক রয়েছে বলে ওসি জানিয়েছেন।
মন্তব্য করুন