ভিডিও সোমবার, ৩১ মার্চ ২০২৫

উত্তরের ঈদযাত্রায় বাড়ছে গাড়ির চাপ, নেই যানজট

উত্তরের ঈদযাত্রায় বাড়ছে গাড়ির চাপ, নেই যানজট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কর্মস্থল থেকে ঘরে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। ঘরমুখো মানুষের চাপে উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জে বাড়ছে যানবাহনের চাপ। গাড়ির প্রচুর চাপ থাকলেও জেলার কোনো মহাসড়কে যানজটের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের সংখ্যা ক্রমশই বাড়তে দেখা যায়। যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, ঝাঐল ওভারব্রিজ, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা যায় বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাসে করে হাজার হাজার মানুষ ঘরে ফিরছে। সেই সঙ্গে ট্রাক, পিকআপভ্যানযোগে আসছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

এছাড়া পরিবারসহ মোটরসাইকেলেও ঘরে ফিরছে অনেক মানুষ। বাড়তি যানবাহন চলাচল করায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে প্রচুর চাপ রয়েছে। তবে কোথাও কোনো যানজট বা দুর্ভোগের সৃষ্টি হয়নি। পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, উত্তরাঞ্চলের গেটওয়ে সিরাজগঞ্জ। এ জেলার ওপর দিয়ে রাজশাহী ও রংপুর বিভাগের ষোল জেলা ছাড়াও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার গাড়ি চলাচল করে। দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষের ঢাকায় যাতায়াতের পথ যমুনা সেতু পশ্চিম সড়ক।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আসাদ বলেন, গত বৃহস্পতিবার রাত থেকেই ঘরমুখো মানুষ ফিরতে শুরু করেছে। এ কারণে এ মহাসড়কে যানবাহনের চাপ ক্রমশই বাড়ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।

আরও পড়ুন

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনারুল ইসলাম বলেন, গাড়ির চাপ বাড়তে থাকলেও শুক্রবার যমুনা সেতুর পশ্চিমপাড়ে কোথাও কোনো যানজট ছিল না। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান বলেন, উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জের সব রুটের নিরাপত্তায় জেলা পুলিশের ৬৪৮ জন সদস্য নিয়োজিত রয়েছে। পোশাকধারী পুলিশ ছাড়া সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে।

হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া রিজিওন) মো. শহিদ উল্লাহ বলেন, আজ শুক্রবার (২৮ মার্চ) সারাদিন ছিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরছে। ঘরমুখো মানুষের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের ৩২২ জন ও এপিবিএনের ১০০ সদস্য নিয়োজিত রয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন চলাচল করেছে। যা স্বাভাবিকের তুলনায় দিগুণ। টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ , বাসে আগুন

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন হাসনাত আবদুল্লাহ

ঈদের দিনের জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা ও দোয়া

১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি : মির্জা ফখরুল

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জামালপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

যশোর সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার