ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

রাজধানীতে ঈদ পরবর্তী বিশেষ অভিযান পরিচালিত হবে : রেজাউল করিম

রাজধানীতে ঈদ পরবর্তী বিশেষ অভিযান পরিচালিত হবে : রেজাউল করিম, ছবি: হোসাইন আহমেদ ।

ঈদ পরবর্তী রাজধানীতে বিশেষ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

আজ শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। রেজাউল করিম বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ডিবি পাশে রয়েছে। মহানগরীতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ৬৭৭টি টিম টহল দিচ্ছে এবং ৭১টি চেকপোস্ট বসানো হয়েছে।’ অক্সিলিয়ারি ফোর্সও পুলিশের কাজে সহায়তা করছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘ঈদ উপলক্ষে মার্কেট, বাস, লঞ্চ ও রেলস্টেশনে নিরাপত্তা দেওয়া হচ্ছে। ডিবি’র সাইবার টিম যেকোনো অপপ্রচার রোধে সতর্ক।’ ছোট-বড় যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে ডিবি জিরো টলারেন্স উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় দৃঢ় হয়েছে। ঈদ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে।’

আরও পড়ুন

বাজারে ছড়িয়ে পড়া জাল নোটের বিষয়ে তিনি বলেন, ‘জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি সতর্ক রয়েছে। এরইমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে।’ ঢাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ডিবি তৎপর রয়েছে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানে বিশেষ স্বীকৃতি পেল ‘আলী’

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী

হাতুড়ি পেটানোর ঠুকঠাক শব্দে মুখর নওগাঁর কামার পল্লী

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে