ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড ঘিবলি স্টাইল ইমেজ

সংগৃহীত,সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড ঘিবলি স্টাইল ইমেজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  বর্তমানে চলছে ঘিবলি ট্রেন্ড । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এআইয়ের নতুন ধরনের এক ইমেজ। যার নাম ঘিবলি। ইনফ্লুয়েন্সার থেকে তারকা সবাই মেতেছে এই ছবি তৈরিতে। নিজেদের নানা ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। জুলাই আন্দোলনসহ নানা সময়ের বিশেষ বিশেষ ঘটনার ঘিবলি স্টাইলের ছবি দেখা যাচ্ছে।

স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা আছে। সংস্থাটি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’র মতো অ্যানিমে তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এ ছাড়া কোম্পানিটির অ্যানিমে চরিত্রগুলো মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

ওপেনএআইয়ের ইমেজ জেনারেশন টেকনোলজির লেটেস্ট ভার্সন ব্যবহার করে এ ছবি তৈরি করা হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থিরচিত্র। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে ঘিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও ঘিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো নতুন ফিচার ব্যবহার করে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে।

সম্প্রতি ওপেনএআইয়ের পক্ষ থেকে জিপিটি-ফোরও লঞ্চ করা হয়েছে। এটিকে ‘এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে অত্যাধুনিক ইমেজ জেনারেটর’ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি। আকর্ষণীয় বিষয় হলো, এটির মাধ্যমে স্টুডিও ঘিবলির অ্যানিমে স্টাইলের ছবি তৈরি করা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই হুবহু স্টুডিও ঘিবলির স্টাইলে ছবি তৈরি করে দিচ্ছে। এমনকি যে কোনো ছবিকে এ স্টাইলে বদলও করা যাচ্ছে।

আরও পড়ুন

ওপেনএআইয়ের নতুন জিপিটি-৪ও ইমেজ জেনারেশন টুলের সাহায্যে, ব্যবহারকারীরা এখন এই ছবি তৈরি করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই ছবি তৈরি করবেন-


 প্রথমে জিপিটি-ফোরও টুল অ্যাক্সেস করতে হবে।
বর্তমানে কেবল ওপেনএআই চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে।
 যে ছবিটি ঘিবলি স্টাইলে তৈরি করবেন, সেটিকে টুলে আপলোড করতে হবে।
 এবার টুলে লিখুন, ছবিটিকে ঘিবলি অ্যানিমেশন স্টাইল।
 এরপর সেকেন্ডে এআইয়ের সাহায্যে দুর্দান্ত ঘিবলি ইমেজ তৈরি হয়ে যাবে।
এবার সহজেই সেভ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

এআই ভয়েস ক্লোনিং বুঝবেন ৪ সংকেতে 
‘ডিপফেক’ এআইয়ের আরেক ফাঁদ, রক্ষা পাবেন যেভাবে 
সূত্র: এবিপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অপহরণকারীকে ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২২

তেঁতুলিয়ায় কাঞ্চন বাঁশ দিয়ে তৈরি হচ্ছে ঘরের সৌখিন আসবাবপত্র 

কেরানীগঞ্জে কারখানার আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে প্রাইভেটকারকে ধাওয়া করে ডাবল মার্ডারে জড়িত ২ জন গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল, শটগান ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক 

সিলেটে আ.লীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে জনতা