ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ফাস্ট চার্জিং কি ফোনের ক্ষতি করে?

ফাস্ট চার্জিং কি ফোনের ক্ষতি করে?

বর্তমানে স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন, ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেটগুলিতে ফাস্ট চার্জিং একটি আদর্শ বৈশিষ্ট্য হয়ে উঠেছে। এটি বেশ সুবিধাজনক। কারণ প্রচলিত চার্জিংয়ে আপনাকে যেখানে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়, সেখানে খুব কম সময়ের মধ্যে আপনার ডিভাইসের মাধ্যমে চার্জ করা সম্ভব।

ফাস্ট চার্জিং বেশ আকর্ষণীয় এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ব্যাটারি লাইফের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব আছে কিনা এবং ফাস্ট চার্জার আপনার ফোনের জন্য খারাপ কিনা; সেই ব্যাপারে অনেকের মধ্যে উদ্বেগ থাকতে পারে। তাই চলুন এ সম্পর্কে পরিষ্কার হয়ে নেওয়া যাক।

স্মার্টফোন নির্মাতারা প্রায়ই ১০ ওয়াটের বেশি হলেই সেটিকে ফাস্ট চার্জিং হিসেবে আখ্যা দিয়ে দেয়। কিন্তু ফাস্ট চার্জিং গতির নির্ধারিত কোনো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড নেই। তবে ওয়াটের সংখ্যা যত বেশি হবে চার্জের গতির হারও তত বেশি হবে।

ফাস্ট চার্জিংয়ের সময় ডিভাইসটি অত্যন্ত গরম হয়ে উঠে। এর কারণ আপনি এত কম সময়ে এত উচ্চ শক্তি আপনার ডিভাইসে দিচ্ছেন। আর আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে অত্যধিক তাপ আপনার ব্যাটারির জন্য খারাপ। বিশেষ করে লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্যে, যেগুলো বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনেই ব্যবহার করা হয়৷ এই কারণেই ফাস্ট চার্জিং সিস্টেমগুলি তাদের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যতটা সম্ভব তাপ কমানোর চেষ্টা করে আসছে।

তাহলে ফাস্ট চার্জিং ব্যাটারির ক্ষতি করছে কি?

না, আসলে করছে না। এর কারণ ফাস্ট চার্জিংয়ের কাজের ধরন। ফাস্ট চার্জিং পদ্ধতিতে ব্যাটারির চার্জিং ২টি ধাপে হয়ে থাকে। প্রথম পর্যায়ে এগুলো যতটা সম্ভব শক্তি গ্রহণ করে নেয়। সে সময়ে সাধারণত ব্যাটারির চার্জ খালি বা কম থাকে। যার কারণে আপনি লক্ষ্য করবেন যে, স্মার্টফোন কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপনগুলোয় ফলাও করে প্রচার করে যে, কীভাবে তাদের ফোনগুলো শূন্য থেকে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট চার্জ করতে সক্ষম।

কিন্তু একবার ব্যাটারি সেই চার্জে পৌঁছে গেলে, চাপ এবং তাপ প্রতিরোধ করার জন্যে সেই সিস্টেম চার্জিংয়ের গতি কমিয়ে দেয়। এতে করে ব্যাটারি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করা হয়। এ জন্যেই আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে, আপনার ফোন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত খুব দ্রুত চার্জ হয়। কিন্তু সেই সীমার পর সম্পূর্ণ ব্যাটারি চার্জ হতে বেশ সময় লাগে।

আরও পড়ুন

এছাড়া ডিভাইসের তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে ফোনে স্বয়ংক্রিয়ভাবে ফাস্ট চার্জিং বন্ধ করে দেয়।

স্মার্টফোন কোম্পানিগুলি ডুয়াল-ব্যাটারি নকশা ব্যবহার করে ব্যাটারির উপর ফাস্ট চার্জিংয়ের ক্ষতিকর প্রভাবকে কমানোর একটি উপায় তৈরি করেছে। উপায়টি হল, ২টি ব্যাটারি ফাস্ট চার্জিংয়ের উচ্চ শক্তিকে ভাগাভাগি করে নিয়ে ক্ষতি প্রতিরোধ করে।

আরেকটি প্রতিরোধমূলক ব্যবস্থা হল, বিভিন্ন ব্যাটারি ম্যানেজমেন্ট সফ্টওয়্যার সিস্টেম। স্মার্টফোনে চার্জিং তত্ত্বাবধানের জন্য একটি নির্ধারিত ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। যা উচ্চ ইনপুট চার্জের দ্বারা ব্যাটারিকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রোধ করে। অ্যাপলের অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং এর একটি চমৎকার উদাহরণ।

তাই ফোনের ব্যাটারি ম্যানেজমেন্ট সফ্টওয়্যারের কার্যকারিতা অনেকাংশে ঠিক করে দেয়, ফাস্ট চার্জিং ব্যাটারির ক্ষতি করবে কিনা।

তবে, ফাস্ট চার্জিং ব্যাটারির আয়ুকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না। কিন্তু এই প্রযুক্তিটির পেছনের বিজ্ঞান অনুসারে, প্রচলিত 'ধীর' চার্জিংয়ের তুলনায় এর মাধ্যমে ব্যাটারি কম দীর্ঘস্থায়ী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে