ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

রংপুরের তারাগঞ্জে ঈদ উৎসবে ইকোপার্ক

রংপুরের তারাগঞ্জে ঈদ উৎসবে ইকোপার্ক। ছবি : দৈনিক করতোয়া

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকোপার্কে ঈদের দিনসহ তৃতীয় দিনেও পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদের ছুটির দিনগুলোতে সকাল থেকে বিকিল পর্যন্ত পর্যটকদের আনাগোনায় চিরচেনা রূপে ফেরে ইকোপার্কটি। রংপুর-দিনাজপুর মহাসড়কের গা ঘেঁষে গড়ে উঠায় সবার নজর কাড়ছে তারাগঞ্জ উপজেলার ইকরচালি বামদীঘি কালেক্টরেট ইকোপার্কটি।

ঈদের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় হাজার হাজার পর্যকটদের উপচে পড়া ভির লক্ষ্য করা গেছে। ঈদের দিনসহ তৃতীয় দিনে সরেজমিনে দেখা গেছে, মৎস্য অধিদপ্তরের একটি পুকুরকে কেন্দ্র করে বানানো পার্কটিতে প্রচুর মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। কেউ দীঘির স্বল্প পানিতে নৌকা রিজার্ভ করে ঘুরে বেড়াচ্ছেন।

কেউ শিশু পার্কে বসানো দোলনায় শিশুদের দোল দিচ্ছেন। কেউ সিঁড়ি দিয়ে দীঘির মাঝখানে গোল ঘরে গিয়ে শীতল বাতাস অনুভব করছেন। অনেকেই আবার পাড়ে বসানো বেঞ্চে বসে গল্প করছেন। ইকোপার্কটির মূল আর্কষণ ‘আই লাভ রংপুর’ ভাস্কর্যটির সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই।

পার্কটিতে ঘুরতে আসা পঞ্চগড় বোদা উপজেলার ফারুক ইসলাম তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে গাইবন্ধায় শাশুরবাড়িতে ঈদের তৃতীয় দিন যাওয়ার সময় পার্কটিতে লোকজনের সমাগম দেখে প্রবেশ করেন। এসময় তারা বলেন, পার্কটিতে বসে প্রাণ ভরে প্রকৃতির নিঃশ্বাস নিতে পারছি বেশ ভালই লাগছে।

আরও পড়ুন

পার্কটিতে বড়দের সঙ্গে ছিল শিশুরাও। উপজেলার একমাত্র বিনোদন পার্কটি ঈদ বিনোদনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফসলি মাঠ ঘেরা খোলা আকাশের নিচে মস্ত বড় এক দীঘি অসাধারণ লেগেছে বলে জানান বদরগঞ্জ উপজেলার আফতা হোসেন ও তার স্ত্রী আফসানা মিম।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, তারাগঞ্জবাসী ও রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে যাওয়া যাত্রীদের ক্লান্তি কাটানোর জন্য প্রাকৃতিক পরিবেশে পার্কটি নির্মাণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে কারখানার আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে প্রাইভেটকারকে ধাওয়া করে ডাবল মার্ডারে জড়িত ২ জন গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল, শটগান ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক 

সিলেটে আ.লীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে জনতা

পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু