ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

পাচার হওয়া অর্থ ফেরাতে ৪-৫ বছর লেগে যায় : গভর্নর

পাচার হওয়া অর্থ ফেরাতে ৪-৫ বছর লেগে যায় : গভর্নর,ছবি: সংগৃহীত।

গত কয়েক বছরে লুট ও পাচার হওয়া অর্থ উদ্ধার করে জনহিতকর কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আজ সোমবার (১৯ মে) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গভর্নর বলেন, উদ্ধার হওয়া এসব অর্থ দু’ভাগে ব্যবহার করা হবে। যেসব অর্থ ব্যাংক থেকে লুট হয়েছে, সেসব অর্থ ব্যাংকে ফেরত দেওয়া হবে। আর অন্যান্য উপায়ে আত্মসাৎ করা অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে। এজন্য একটি ফান্ড গঠন করা হবে। এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, বিদেশ থেকে লিগ্যাল প্রসেসে পাচার হওয়া অর্থ ফেরাতে সাধারণত ৪ থেকে ৫ বছর লেগে যায়। তবে এর মধ্যে অভ্যন্তরীণ প্রক্রিয়ায় একটি পদক্ষেপ নেওয়া যায়, তা হলো  সঠিক প্রক্রিয়ায় আবেদন করে বিদেশে পাচার হওয়া বিভিন্ন সম্পদ ফ্রিজ করে রাখা যায়। এই প্রক্রিয়াকে বলে এমএলএ। তিনি বলেন, পাচার হওয়া সব অর্থ হয়তো ফেরত আনা সম্ভব হবে না। তবে পাচারকারীরা নির্ভার হয়ে থাকতে পারবে না।

এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, বাংলাদেশ থেকে মোট কী পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা সম্ভব নয়। ব্যাংকের মতো আনুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করে ১৭ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মতিউর, ভিডিও ভাইরাল

মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার

ঢেঁড়সের উপকারিতা ও অপকারিতা

পাবনার ভাঙ্গুড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা

পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি 

বরগুনায় আওয়ামী লীগ নেতা নান্নু গ্রেফতার