ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

পুলিশ কর্মকর্তার সাথে অশোভন আচরণ

বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের ২ নেতা-কর্মীসহ তিনজন কারাগারে

বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের ২ নেতা-কর্মীসহ তিনজন কারাগারে

স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্ত্রী-সন্তানের সামনে শেরপুর থানার ঊর্ধতন এক পুলিশ কর্মকর্তার সাথে অশোভন আচরনের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা–কর্মীসহ তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ঈদের পরের দিন গতকাল মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে বগুড়া শহরের সাতমাথা থেকে জনগনের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। এসময় তারা মদ্যপ অবস্থায় ছিল।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বিষযটি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত এই তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আজ বুধবার (২ এপ্রিল) আদালতে পাঠানো হয়। এরপর আদালত তাদের জেলা কারাগারে পাঠিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো, শহরের মালগ্রাম চাপড়পাড়ার বাসিন্দা রুহুল আমিন (৩৬), স্বেচ্ছাসেবক দলের কর্মী আহসান হাবিব (১৮) ও নুরুল ইসলাম (১৮)। এদের মধ্যে রুহুল আমিন শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং আহসান হাবিব কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন রাত দেড়টার দিকে শেরপুর থানার একজন ঊর্ধতন পুলিশ কর্মকর্তা তার সরকারি গাড়িতে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে সাতমাথায় চা পান করতে আসেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, এত রাতে আপনার সঙ্গে থাকা মহিলা কে? এ সময় ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে রুহুল আমিনের বাক বিতন্ডা হয়।

পরে ঘটনাস্থলে থাকা সদর পুলিশ ফাঁড়ি পুলিশের হস্তক্ষেপে ওই পুলিশ কর্মকর্তা স্ত্রী-সন্তানকে নিয়ে চলে যান। এ সময় উপস্থিত কিছু লোকজন পুলিশের পক্ষ নিয়ে কথা বলতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তাদের মারধর শুরু করে। এ দৃশ্য দেখে উপস্থিত লোকজন তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে সদর থানা– পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর রহমান শাওন বলেন, ‘ঘটনাটি শুনেছি।  তিনি বলেন, রুহুল আমিন শহর সেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক ও হাবিব ওয়ার্ড কমিটির কর্মী। তবে নুরুল ইসলাম দলের কেউ নয়। আমরা বিষযটি যাচাই করে দেখছি। ঘটনার সত্যতা পেলে তাদের দুইজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হবে।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ মো: সিরাজুল ইসলাম বলেন, মাতাল অবস্থায় তারা পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানের সামনে অসৌজন্যমূলক আচরণ করেছে। পরে উপস্থিত লোকজন প্রতিবাদ করলে তারা জনগণের ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে এবং রাতেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের সনদ অনুযায়ী তারা মদ্যপ অবস্থায় ছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নওগাঁয় মাছের সিঙ্গারা বেচে মাসে আয় লাখ টাকা

টেকনাফে স্বর্ণালঙ্কার,নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস-নরেদ্র মোদি

গোপালগঞ্জে হিমাগারের সঙ্কট, মাঠেই নষ্ট হচ্ছে টমেটো

রংপুরে অপহরণকারীকে ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২২