ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

কার্টনে ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সাভারের সবুজের

কার্টনে ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সাভারের সবুজের

নিউজ ডেস্ক:   ঢাকার মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জে পলিথিনে মোড়ানো তিনটি কার্টন থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধারের পর তার পরিচয় মিলেছে। মরদেহটি সাভারের হেমায়েতপুরের যাদুরচর গ্রামের বাসিন্দা ইউসুফের ছেলে সবুজ মোল্লার (২৭)।


মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘সবুজের বাবা মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেছেন।’’

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ঘর হতে বের হয়ে নিখোঁজ হন সবুজ। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

শুক্রবার তারা খবর পান, মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জে এক ব্যক্তির খণ্ডিত লাশ পাওয়া গেছে। পরে সবুজের বাবা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।


এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে পলিথিনে মোড়ানো কিছু একটা কুকুরকে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। এসময় তারা এগিয়ে এলে কার্টনের ভেতর লাশের মতো কিছু দেখতে পান। থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক জায়গা থেকে মাথাবিহীন খণ্ডিত লাশ ও ছিন্নমাথা উদ্ধার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার