নাটোরে যৌথ অভিযানে যানবাহনের ৮ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরে যানবাহনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের দত্তপাড়া মোড়ে জেলা প্রশাসন, বিআরটিএ এবং হাইওয়ে পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট ইসতিয়াক আহম্মেদ।
অভিযানে যানবাহনের ফিটনেস ও রুট পারমিট না থাকা, ওভার স্পিড, অতিরিক্ত ভাড়া নেওয়া সহ নানা অভিযোগে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন সার্জেন্ট লতা, বিআরটি এর মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেব শর্মা সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।
আরও পড়ুননাটোর বিআরটি এ’র মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেব শর্মা এতথ্য নিশ্চিত করে জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়কে দুর্ঘটনা কমাতে এই ধরনের উদ্যোগ নেয়া হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয়। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন