ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

শাহবাগে ফুলের মার্কেটে আগুনে দগ্ধ ৫

শাহবাগ মোড়ে ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা।

রাজধানীর শাহবাগে ফুলের মার্কেটে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বান ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শাহবাগ ফুলের মার্কেটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রিয়াজুল ইসলাম(৫৫), মো. শাওন(২৫), মো. ফয়েজ(৩০), মো. কালু মিয়া(৩৫) ও মো. শামীম (৪৫)।

দগ্ধরা জানান, তারা শাহবাগ ফুলের মার্কেট সংলগ্ন একটি টিনসেড ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরে বিক্রি করে। রাতে তারা পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার কাজ করছিল। এ সময় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হয়। পরে তারা নিজেরাই রিকশা যোগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চলে যায়।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড সার্জারী ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছে। এদের মধ্যে রিয়াজুলের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ, ফয়েজের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে। কালু ও শামীমের সামান্য ঝলসে গেছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ফুলের মার্কেটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ায় পরে আরও দুটি ইউনিট যোগ করা হয়। এই পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে পুলিশের গাড়ির শব্দ পেয়ে গরু রেখেই পালালো চোরের দল

কারিকুলাম পরিবর্তন করে শিক্ষাব্যবস্থা থেকে বৈষম্য দূর করতে হবে -জিএম সিরাজ

বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান ফারুক গ্রেফতার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনারে রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক

ছাগি নয় দুধ দিচ্ছে পাঁঠা !