ভিডিও সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ছয় বছরের শিশুর মৃত্যু

টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ছয় বছরের শিশুর মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৬) নামের এক দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, সৌরভ তার বন্ধুদের নিয়ে টিকটিক ভিডিও করত। হাকিম ভাই নামের একটি ফেইসবুক পেজে সে বেশ জনপ্রিয় ছিল। 

পরিবার সূত্র জানায়, গত শুক্রবার সকালে উপজেলার রুপসী ইউনিয়নের পাতালগাঁও গ্রামে একটি ভিডিও করতে গিয়ে গুরুতর আহত হয় সৌরভ। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে গত (৪ এপ্রিল) শুক্রবার রাতে তার মৃত্যু হয়। নিহত সৌরভ উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামে মা শ্রী রানু রাণী ক্ষত্রিয়ের সঙ্গে নানা সত্যেন্দ্র ক্ষত্রিয়ের বাড়িতে থাকত। মেধাবী শিক্ষার্থী সৌরভ। পড়াশোনার পাশাপাশি টিকটকে আসক্তি ছিল। স্থানীয় পাতিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে।

জানা যায়, গত শুক্রবার সকালে বাড়ির পাশের এক পরিত্যক্ত জলাশয়ে (গর্তে) ভিডিও বানাতে গিয়ে পায়ে আঘাত পেয়ে ক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে সে। পরে শুক্রবার বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৌরভের।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, এলাকার অনেক বখাটে কিশোর টিকটকে ভাইরাল হতে চ্যালেঞ্জিং ভিডিও কন্টেন্ট তৈরি করে। কেও প্রতিবাদ করলে হেনেস্তার শিকার হতে হয়। এদের এসব টিকটকের ভিডিও দেখে ভাইরাল হবার আসক্তিই সৌরভের প্রাণ নিল। পরিবারের দাবি, যারা টিকটকের কন্টেন্ট তৈরি করার জন্য সৌরভকে নিয়ে যেত তাদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী বলেন, ‘স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইলে যারা এ ধরনের কাজে করতে উৎসাহিত করে তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডকে হারিয়ে ভালো শুরু বাংলাদেশের

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডব

মেসির রেকর্ড গোলেও জয়বঞ্চিত মায়ামি

সবাইকে রাজপথে নামার আহ্বান জানালেন সারজিস

৫শ’ কোটি টাকার স্টার্টআপ ফান্ড তৈরি হয়েছে : গভর্নর

ভিয়েতনাম থেকে এলো আরও ১২ হাজার ৭শ’ মেট্রিকটন চাল