ভিডিও শনিবার, ১২ এপ্রিল ২০২৫

লিগে ২৬ ম্যাচ পর হার দেখলো লিভারপুল

লিগে ২৬ ম্যাচ পর হার দেখলো লিভারপুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেলো লিভারপুল। রোববার রাতে তাদের ৩-২ গোলে হারিয়েছে ফুলহ্যাম।
অথচ ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল লিভারপুলই। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার চমৎকার এক গোল করে দলকে এগিয়ে দেন। যদিও ম্যাচের শুরুতেই একটি বিতর্কিত পেনাল্টির দাবি থেকে বেঁচে যায় তারা, যখন কাওইমহিন কেলেহার অ্যান্ড্রেয়াস পেরেইরাকে ফাউল করেন এবং ভার্জিল ফন ডাইক ফেলে দেন রদ্রিগো মুনিজকে।

রেফারি ক্রিস কাভানাহ পেনাল্টির আবেদন নাকচ করেন। এরপরই ঘটে ছন্দপতন। ২৩ মিনিটে কার্টিস জোনসের ব্যর্থ ক্লিয়ারেন্স থেকে ফুলহ্যামের রায়ান সেসেনিওন দুর্দান্ত এক ভলিতে গোল করে সমতায় ফেরান। এর ৯ মিনিট পর অ্যান্ডি রবার্টসনের ভুলে আলেক্স ইওয়োবি গোল করেন, যা কেলেহারের গায়ে লেগে জালে প্রবেশ করে। ৩৭ মিনিটে মুনিজ দারুণ টাচ ও নিখুঁত ফিনিশিংয়ে ফুলহ্যামকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। ৬৭ মিনিটে কনর ব্র্যাডলি বদলি হিসেবে মাঠে নেমে আক্রমণে গতি আনেন এবং পাঁচ মিনিট পর তার পাস থেকে লুইস ডিয়াজ গোল করে ব্যবধান কমান (৩-২)। শেষদিকে ভীষণ চেষ্টা করেও এরপর হার এড়াতে পারেনি লিভারপুল।

এই হারে লিভারপুল ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের পারফরম্যান্সে উদ্বিগ্ন হবেন কোচ আর্নে স্লট। এখন তাদের শিরোপা নিশ্চিত করতে বাকি সাত ম্যাচ থেকে ১১ পয়েন্ট প্রয়োজন। অন্যদিকে, ফুলহ্যাম ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে এবং পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর আদালতের মালখানার তালা ভেঙে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

শাওয়াল মাসে কতিপয় করণীয়-বর্জনীয় কাজ

গাজায় গণহত্যার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন

রংপুরের বাজারে কমেছে সবজি-মুরগির দাম

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ ১০ জন আহত, ১৪৪ ধারা জারি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ