কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সাবেক পুলিশ সদস্য মনিরুজ্জামানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় অভিযোগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনিরুজ্জামান ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
অভিযোগে জানা গেছে, সাবেক ওই পুলিশ কনস্টেবল অবসর গ্রহনের পর ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট দাখিল মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করে আসছেন। উক্ত বসতবাড়ির জমি নিয়ে আপন ভাই মোতালেব আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিক বার শালিশী বৈঠক হলে বিরোধ নিস্পত্তি হয়নি।
আরও পড়ুনএরই জের ধরে ওইদিন রাতে তার ভাইসহ এলাকার কতিপয় দুষ্কৃতিকারী মনিরুজ্জামানের বাড়ীর জানালার গ্লাস, দরজা ভাংচুর করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন