সিরাজগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি : র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। র্যাব-১২ সূত্রে জানা যায়, গতকাল রোরবার রাত সাড়ে ১১টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের রিফা বেকারি সংলগ্ন রাস্তায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে।
আটককৃতরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের কানা মিয়ার ছেলে আবুল কালাম (২৮) এবং একই এলাকার জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (৩০)। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন গাঁজা ব্যবসার সাথে জড়িত।
আরও পড়ুনআটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে দীপংকর ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
মন্তব্য করুন