ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

 নবাবগঞ্জ থেকে নিখোঁজ; ৩ দিন পর মুন্সীগঞ্জে লাশ উদ্ধার 

 নবাবগঞ্জ থেকে নিখোঁজ; ৩ দিন পর মুন্সীগঞ্জে লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক:  ঢাকার জেলার নবাবগঞ্জ থেকে নিখোঁজের ৩ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর গ্রামের রাস্তার পাশ থেকে  শাহ আলম (৬৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 


রবিবার (৬ মার্চ) ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

নিহত অটোরিকশাচালক শাহ আলম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, প্রতিদিনের মতো গত বুধবার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন চালক শাহ আলম। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। এতে পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

আরও পড়ুন


সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম জানান, খারশুল গ্রামের রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে তার অটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতকারীরা। পরে লাশ গুমের উদ্দেশ্যে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। অটোরিকশা চালক শাহ আলম গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি কমায় স্বস্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা 

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

বিসিএসের লিখিত পরীক্ষার কারণে জামায়াতের কর্মসূচিতে পরিবর্তন

বগুড়ায় মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশু সহ নিহত ৩ 

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা