ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল, বগুড়ায় বাটার শো-রুম ভাংচুর

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল, বগুড়ায় বাটার শো-রুম ভাংচুর

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফিলিস্তিনীদের ওপর হামলার প্রতিবাদে ও ইসরাইলী পণ্য বর্জনের দাবিতে আজ সোমবার (৭ এপ্রিল) হাজার হাজার ছাত্র-তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সকাল থেকেই বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে ছাত্র ও তৌহিদী জনতা ব্যানার, প্লাকার্ড, ফেষ্টুন নিয়ে  জড়ো হয়।

কর্মসূচির সংবাদ আগেই প্রচার হওয়ায় হাজার হাজার তৌহিদী জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এসে সমবেত হতে থাকে। পৃথক ব্যানারে তারা শহরের বিক্ষোভ প্রদর্শন করে সমাবেশ করে। বেলা ১১ টা থেকে ছাত্র জনতা সাতমাথায় আসতে থাকলেও এই কর্মসূচি চলে প্রায় বেলা ১ টায় পর্যন্ত। একসময় সাতমাথা জনসমুদ্রে পরিনত হয়।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এবং হামলা বন্ধ করার দাবি জানিয়ে তারা স্লোগান দিতে থাকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যায় যায় সাতমাথা। সাতমাথায় বিক্ষোভ চলাকালে ইসরাইল বিরোধী সোলাগান দিতে থাকে ছাত্র জনতা। একসময় তারা ইসরাইলী পণ্য বর্জনের দাবি করে। দুপুর ১২টার দিকে শহরের  সাতমাথাস্থ  বাটার শো-রুমে ভাংচুর করা হয়।

আরও পড়ুন

বেলা ১১ টায় মুক্তমঞ্চের সামনে থেকে মিছিল বের করে। মিছিল থেকে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদসহ ইসরাইলী পণ্য বর্জনের শ্লোগান দেয়া হয়। মিছিলশেষে বিক্ষোভকারীরা সাতমাথায় ফিরে আসে। এরপর বাটার শো-রুমে ইট পাটকেল নিক্ষেপ করে শো-রুমের কাঁচের জানালা ভাংচুর করা হয়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, বিক্ষোভ মিছিল থেকে দুই একজন বাটার শো রুমের কাঁচে ঢিল ছুড়ে মারে। এতে কাঁচ ভেঙে যায়। তাছাড়া বড় ধরণের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি