ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ২

রংপুরের গঙ্গাচড়ায় ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ২

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ২ জন কে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ২ টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ পীরের হাট গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- পীরের হাট এলাকার দুলাল মিয়ার স্ত্রী দুলালী বেগম (৪৪) ও তার মেয়ে রিমু খাতুন (২৭)। তারা ওই মামলার এজহারনামীয় আসামি।

জানা যায়, গত ১৫ মার্চ বিকেলে ফটো সাংবাদিক আসাদুজ্জামান গঙ্গাচড়া বাজার থেকে খবরের সন্ধানে দক্ষিণ কোলকোন্দ মাস্টারপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পীরেরহাট এলাকায় রাস্তার মধ্যে স্থানীয় জাহেদ ও জাকিউল হক ময়নার সাথে দুলালী বেগমের বাকবিতন্ডা চলে। তা দেখে আসাদুজ্জামান দাঁড়িয়ে যায়।

তাদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির উপক্রম হলে আসাদুজ্জামান জাকিউল হককে সড়িয়ে নিতে গেলে দুলাল মিয়া, তার স্ত্রী ও মেয়ে আসাদুজ্জামানের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল ঘুষি ও মারধর করে এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও ক্যামেরা ভাঙচুর করে সাথে থাকা নগদ অর্থ পকেট থেকে বের করে নেয়। এ ঘটনায় ১৫ মার্চ গঙ্গাচড়া থানায় অভিযোগ দেন আসাদুজ্জামান। পরে গত ২৯ মার্চ তিনজনের নামে মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুন

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, গতকাল সোমবার রাতে ২জন কে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন