বগুড়ার শেরপুরে ফ্লাইওভারসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে অবহেলিত এলাকার উন্নয়ন, মৌলিক সুযোগ সুবিধা বঞ্চিত ব্যবসায়ীদের নায্য অধিকার ও ফ্লাইওভারসহ ১১ দফা দাবিতে স্বার্থরক্ষা পরিষদের ব্যানারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান হারেজের নেতৃত্বে মানববন্ধন ও গণজমায়েত কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী, কৃষকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, আমি ২০১২ সালে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে শেরপুর রক্ষা আন্দোলন শুরু করি। কিন্তু স্বৈরাচার সরকারের আমলে ফোরলেন রাস্তার পরিকল্পনায় ফ্লাই ওভার থাকলেও কিছু স্বার্থান্নেষী মহলের সুবিধার জন্য তা বাতিল করা হয়েছে।
আমাদের শেরপুরের উপর দিয়ে বগুড়ায় গ্যাস লাইন গেলেও শেরপুরে গ্যাস সংযোগ দেয়া হয়নি। তিনি ফ্লাইওভারসহ, গ্যাস, নদী খনন, ব্রিজ, রেল স্টেশন, বাস টার্মিনাল, শিশু পার্ক, স্টেডিয়াম, পৌর কিচেন মার্কেট চালু, পৌরসভার সীমানা বৃদ্ধিসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।
আরও পড়ুনআরও বক্তব্য রাখেন উলিপুর সমতুল্লা মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, শিল্পপতি শফিকুল ইসলাম শিরু, তালতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর, ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম, মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আফসার আলী, কমিউনিস্ট পার্টির সভাপতি হরি শংকর সাহা, কিন্ডার গার্টেন সমিতির সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন