নওগাঁর মান্দায় মাদক ব্যবসায়ীদের মারধরে দুই নারীসহ আহত ৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় মাদক বিক্রিতে বাধা ও পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় গতকাল সোমবার রাতে মাদক ব্যবসায়ী মিনা বেগমসহ তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দিয়েছেন খোরশেদ আলী নামের এক ভুক্তভোগী।
তিনি মান্দা সদর ইউনিয়নের নবগ্রাম স্কুলপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। একই বিরোধে আগেও পরিবারটি একাধিকবার হামলার শিকার হয়েছেন। ভুক্তভোগী খোরশেদ আলী বলেন, অভিযুক্ত মিনা বেগম, তার স্বামী হারুন অর রশীদ ও ছেলে মিজানুর রহমান প্রকাশ্যে গাঁজা, হেরোইন ও ইয়াবা বড়ি বিক্রি করেন। মিনা বেগম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তিনি একাধিকবার থানা ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন। বর্তমানে নওগাঁ আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। মিনা বেগমের এসব কাজে সহায়তা করেন প্রতিবেশী আফজাল হোসেন ও তার স্বজনেরা। খোরশেদ অভিযোগ করে বলেন, প্রতিদিন বিকেলে থেকে গভীর রাত পর্যন্ত মিনা বেগমের বাড়িতে বিভিন্ন এলাকার লোকজন যাতায়াত করেন।
আরও পড়ুনআগন্তুক লোকজনের ঝামেলা এড়াতে বাড়ির সীমানা দিয়ে বেড়া দিয়েছি। এটাকে কেন্দ্র করে মিনা বেগমের সাথে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ আমাদের ওপর হামলা করেন। তাদের মারধরে আমার জামাতা শরীফ হোসেন স্বপন (৩০), মেয়ে সাদিয়া খাতুন (২৫) ও পুত্রবধূ তাসমিম আক্তার ইতি (২২) আহত হন। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। থানার উপ-পরিদর্শক সুজন খান বিষয়টি তদন্ত করছেন।
মন্তব্য করুন