‘ওরা প্রশ্ন করে-আমি কেমন মুসলিম’

বিনোদন ডেস্ক : ১০ বছরের দাম্পত্য জীবন সোহা আলি খান ও কুণাল খেমু। এই তারকা দম্পতির রয়েছে এক মেয়ে। ভিন্নধর্মে বিয়ের জন্য কটাক্ষ ধেয়ে আসে সোহা এবং কুণালের দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। দীপাবলি ও হোলি উদ্যাপনে কুণালের সঙ্গে যোগ দেন সোহা। সেই সব ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি, যা নিয়ে কটাক্ষের শিকার হতে হয় নায়িকাকে। মুসলিম হিসেবে তিনি কতটা ভালো এবং রমজানের সময় রোজা রাখেন কি না, এসব প্রশ্ন ধেয়ে আসে তার দিকে।
তবে এসব মন্তব্য কোনও প্রভাব ফেলে না সোহার উপরে। অভিনেত্রী এ প্রসঙ্গে বলেন, আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। কিছু যায়-আসে না। কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই। কিছু পোস্ট করলেই লোকজন আমার ধর্ম নিয়ে কথা বলতে শুরু করে দেন। তার কারণ, আমি একজন হিন্দুকে বিয়ে করেছি। আমার মায়েরও হিন্দু পদবি। তিনি একজন মুসলিম পুরুষকে বিয়ে করেছিলেন। ধর্ম নিয়ে কটাক্ষের বিষয়ে অভিনেত্রী বলেন, দীপাবলিতে আমি কিছু পোস্ট করলেই ওরা প্রশ্ন করেন, ‘আপনি কেমন মুসলিম? রমজানে কয়াটা রোজা রাখেন?’ তবে এসবে আমার কিছু যায়-আসে না। তবে আমি সবই লক্ষ করি।
আরও পড়ুন২০০৯ সালে ‘ঢুন্ডতে রেহ যাওগে’ ছবিতে অভিনয় করার সময় থেকে প্রেম শুরু সোহা ও কুণালের। ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন এই জুটি। সম্পর্কে বলিউড অভিনেতা সাইফ আলি খানের বোন হন তিনি।
মন্তব্য করুন