ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত, ছবি: সংগৃহীত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন তিনি। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান। 

পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাই-বোনের মধ্যে আকরাম ছিল সবার বড়। প্রায় ১১ মাস আগে ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। প্রথমে একটি চায়না কোম্পানিতে প্রায় ৮ মাস ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম হওয়ায় একপর্যায়ে দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন তিনি। রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেওয়ার সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। তবে পরিবারের নিষেধ সত্ত্বেও আকরাম জানান, তার আর ফিরে আসার সুযোগ নেই।

আকরামের মা মোবিনা বেগম জানান, ১৩ এপ্রিল থেকে আকরামের সঙ্গে পরিবার এবং রাশিয়ায় থাকা পরিচিতজনদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর ১৮ এপ্রিল আকরামের এক সহযোদ্ধা ফোন করে জানান, ইউক্রেনের মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন। আকরামের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলের কণ্ঠ শুনি না বহুদিন, এখন তো আর শোনার সুযোগও থাকল না।”

আরও পড়ুন

এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, “পরিবার সূত্রে জানতে পেরে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। মরদেহ শনাক্তের পর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দৈনিক করতোয়া সত্য সংবাদ তুলে ধরায় মানুষের মাঝে বিপুল গ্রহন যোগ্যতা অর্জন করেছে’

৭ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কুয়াকাটায় ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ অপরিকল্পিত প্রজেক্ট: দুদক

বগুড়া গাবতলীতে দৈনিক করতোয়া ৫০তম বর্ষে পর্দাপণ উদযাপন

ভুয়া ‘থানা’ খুলে ভারতে গ্রেপ্তার সাবেক তৃণমূল কংগ্রেস নেতা

বরিশালে ৫ম দিনের মতো ব্লকেড কর্মসূচি