ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বৃক্ষরোপণে সিরাজগঞ্জের পলাশ পেলেন জাতীয় পুরস্কার

বৃক্ষরোপণে সিরাজগঞ্জের পলাশ পেলেন জাতীয় পুরস্কার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবনে বিশেষ অবদান রাখায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২২’ পেয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কৃষি উদ্যোক্তা মাহবুবুল ইসলাম পলাশ।গতকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ ও পাবনা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সহকারী বন সংরক্ষক রিজিয়া পারভীন মিষ্টি আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কারটি তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত মাহবুবুল ইসলাম পলাশের আগেও জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬ অর্জন করেন। তিনি নিজের বাড়ির পাশে গড়ে তুলেছেন দেশি-বিদেশি প্রায় চার শতাধিক বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষের এক বিশাল সংগ্রহশালা। যেখানে রয়েছে সুন্দরবনের সুন্দরী, বৈলাম, চা, কফি, সিভিট, আগর, ধূপ, তুনসহ অসংখ্য দুর্লভ বৃক্ষ।তিনি শুধু গাছ রোপণেই থেমে থাকেননি, বরং দেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ করে পরিবেশ রক্ষায় কাজ করে চলেছেন। তার এ ধারাবাহিক কাজ সারা দেশের পরিবেশ সচেতনদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী তিনি আগামীতে ৬৪ জেলার প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণের কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তার এই উদ্যোগকে স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ স্বাগত জানিয়েছে। মাহবুবুল ইসলাম পলাশ সাংবাদিক’কে  বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই আমি বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শুধু নিজে নয়, দেশের প্রতিটি মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করাই আমার মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

সহকারী বন সংরক্ষক রিজিয়া পারভীন গণমাধ্যমে বলেন, বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণে মাহবুবুল ইসলাম পলাশের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার এই কাজ দেশের পরিবেশ সংরক্ষণে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন উদ্যোগকে সবসময় উৎসাহ দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

টাঙ্গাইলে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা