ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম। ছবি : দৈনিক করতোয়া

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সৈয়দপুর এর সার্বিক সহায়তায় একটি অসহায় পরিবারের মেয়ে রেখা বেগমের বিয়ে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের উপকন্ঠে কামারপুকুর নিজবাড়ি আবাসনে ওই বিয়ের আয়োজন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর আবাসনের বাসিন্দা রিকশাভ্যান চালক সামসুল ইসলামের মেয়ে রেখা বেগমের বিয়ের বয়স হলেও বিয়ে দিতে পারছিলেন না। এ অবস্থায় অনেক চেষ্টার পর সৈয়দপুরের পাশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী কুঠিপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে মো. আবু ইসলামের সঙ্গে রেখা বেগমের বিয়ে কথা হয়। কিন্তু বিয়ের খরচ মেটানোর অর্থের ব্যবস্থা করতে পারছিলেন না সামসুল ইসলাম। তিনি বিবাহযোগ্য মেয়েকে নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েন।

এ অবস্থায় খোঁজ পান হৃদয়ে সৈয়দপুর  নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের। পরিবারটি অর্থাভাবে মেয়ের বিয়ের আয়োজন করতে না পেয়ে শরনাপন্ন হয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর। এ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টরা সামসুল ইসলামের মেয়ের বিয়ের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন।

পরবর্তীতে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্নজনের আর্থিক সহযোগিতায় অসহায় সামসুল ইসলামের মেয়ে রেখা বেগমের বিয়ের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কামারপুকুর নিজবাড়ি আবাসনে সামসুল ইসলামের বাড়িতে রেখা বেগম ও আবু ইসলামে ওই বিয়ে  অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

বিয়েতে বর-কনের পরিবারের সদস্যরা ছাড়াও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনে হৃদয়ে সৈয়দপুর এর উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সমাজসেবক রবিউল আউয়াল রবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সমাজসেবক মামুন অর রশিদ মামুন, শাকিল চৌধুরী, সংঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, কেন্দ্রীয়  কমিটির সভাপতি  মো. জোবায়দুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক মো. রুবেল, উপজেলা কমিটির সভাপতি এম মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হৃদয়ে সৈয়দপুর এর প্রতিষ্ঠাতা সোহেল রানা বলেন, মূলতঃ সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। গত ২০১৮ সাল থেকে আমরা সংগঠনের ব্যানারে সমাজের সুবিধাবঞ্চিত দুস্থ অসহায় মানুষের সহায়তায় নানাবিধ কর্মসূচি করে আসছি। আগামীতেও আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসার বলিতে নিভে গেল আরও এক প্রাণ; বিচার পাবে কি ? 

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ ৫ দফা দাবি বৈষম্যবিরোধী কর্মচারি ঐক্য ফোরামের

কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি দুর্জয় গ্রেফতার

নির্মাণাধীন ভবনের কংক্রিটের স্ল্যাবের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

বাগেরহাটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১